১৯৯ আসনের মধ্য ১০১ আসনেই জয়ী। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজস্থানের ক্ষমতায় বিজেপি। শুধু রাজ্য হাতছাড়াই হল না, কংগ্রেস পেল মাত্র ৬৯ আসন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে রাজস্থানে বিজেপির আসন বাড়ল ৪২টি। কংগ্রেসের কমল ৩০টি। বহুজন সমাজ পার্টি জয়ী ২টি আসনে। বাকিরা সব মিলিয়ে পেল ১৩টি আসন। লোকসভা ভোটের আগে রাজস্থান পুনরুদ্ধার স্বাভাবিক ভাবেই শাসকের কাছে বাড়তি অক্সিজেন। তবে এই রাজস্থানই আবার শাসকের চিন্তা! কারণ, কুর্সির লড়াই! কে হবেন মুখ্যমন্ত্রী?