Ramkinkar Baij and Radharani Devi

সামলেছেন বেইজের ঘর, জড়িয়ে ছিলেন শিল্পীর শিল্পকর্মের সঙ্গেও, কেমন ছিলেন কিঙ্করের রাধা?

শান্তিনিকেতনে রাধারানির সাক্ষাৎ হয় কিংবদন্তি শিল্পী রামকিঙ্কর বেইজের সঙ্গে। তার পর থেকে তাঁরা একসঙ্গেই থাকতেন। সংসারের হাল ধরার পাশাপাশি কিঙ্করের বহু শিল্পসৃষ্টি রাধারানিকে মডেল করে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ২০:৫৯
Share:
Advertisement

২ অগস্ট। কিংবদন্তি শিল্পী রামকিঙ্কর বেইজের মৃত্যুদিন। অনেকেই বলেন, রামকিঙ্করের শিল্পীসত্তা চূড়ান্ত স্তরে পৌঁছেছিল রাধারানির সঙ্গে তাঁর সাক্ষাতের পরেই। দু’জনের সম্পর্ক নিয়ে শান্তিনিকেতনে অশান্তিও কম হয়নি। কিন্তু রামকিঙ্কর কোনও দিনই সমালোচনাকে পাত্তা দেননি, গায়ে মাখতেন না রাধারানিও। যদিও দু’জনকে চিনতেন এমন অনেকের দাবি, দু’জনের মধ্যে গড়ে উঠেছিল এক নিবিড় প্রেমের সম্পর্ক। বিয়ের আনুষ্ঠানিকতা যে সম্পর্ককে বাঁধতে পারেনি। সেই সম্পর্ক অটুট ছিল কিঙ্করের শেষ দিন পর্যন্ত। রাধারানিকে চোখে হারাতেন রামকিঙ্কর, আর জীবন-সায়াহ্নে এসে রাধারানি বলেছিলেন, ‘‘তুমি আমাকে আর জন্মে পেয়ো।” রামকিঙ্করের মৃত্যুদিনে ফিরে দেখা রাধা-কিঙ্করের যাপন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement