করোনা-আতঙ্ক সমাপ্ত। কিন্তু রেখে গিয়েছে অতিমারির ভয়াবহ স্মৃতি। সেই স্মৃতিতে ধুলো জমার আগেই আবারও হাজির এক আতঙ্ক, নাম তার ‘এমপক্স’। যা বিশ্ব জুড়ে পরিচিত ‘মাঙ্কিপক্স’ নামে। আফ্রিকার বিভিন্ন দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর এ বার মাঙ্কিপক্স হানা দিয়েছে বিশ্বের অন্যত্র। তার পরেই নড়েচড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফে বিশ্ব জুড়ে জারি করা হয় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা। কিন্তু তাতেও চিন্তা কমছে না। কারণ, ইউরোপের সুইডেনে এক জনের দেহে মিলেছে মাঙ্কিপক্সের ভাইরাস। এহ বাহ্য, ঘরের পাশে পাকিস্তানে এই রোগের ভাইরাস পাওয়া গিয়েছে। যা চিন্তা বাড়িয়েছে ভারতেরও। জনস্বাস্থ্য চিকিৎসকদের বক্তব্য, মাঙ্কিপক্সের ভাইরাসের একাধিক উপরূপ অত্যন্ত দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে।