Indian Railway

জলপাইগুড়ির আট, বর্ধমানের পাঁচ! পুনর্বিকাশের তালিকায় রয়েছে বাংলার আর কোন কোন স্টেশন?

জলপাইগুড়িতে রাজ্যের সর্বাধিক আটটি স্টেশনের পুনর্বিকাশ হবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২২:২৮
Share:
Advertisement

দেশের ১৩০০ স্টেশনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫০৮টি রেলস্টেশনের পুনর্বিকাশ হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩৭টি। রবিবার এই স্টেশনগুলোর পুনর্বিকাশের কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “বিকাশের পথে ভারত তার যাত্রা শুরু করেছে। নতুন উদ্যম, নতুন প্রেরণা, নতুন সঙ্কল্পের সঙ্গে আজ ভারতীয় রেল নতুন অধ্যায়ের সূচনা করছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় ভারতের প্রায় ১৩০০ রেলস্টেশনের উন্নয়ন হবে। স্টেশনগুলো আরও আধুনিক হবে। আজ থেকেই ৫০৮টি স্টেশনের উন্নয়নের কাজ শুরু হয়ে গেল।”

জলপাইগুড়িতে রাজ্যের সর্বাধিক আটটি স্টেশনের পুনর্বিকাশ হবে। বিকাশের তালিকায় রয়েছে বিন্নাগুড়ি, ধুপগুড়ি, হলদিবাড়ি, জলপাইগুড়ি, হাসিমারা, জলপাইগুড়ি রোড, কামাক্ষাগুড়ি এবং নিউ মাল স্টেশন। আধুনিকীকরণ হবে বর্ধমানের পাঁচটি স্টেশনেরও। উন্নয়ন হবে নদিয়া জেলার চারটি স্টেশনের। এ ছাড়াও জেলাভিত্তিক তালিকায় আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, হুগলির তিনটি করে রেলস্টেশনের আধুনিকীকরণ হবে। অমৃত ভারত স্টেশন হবে কোচবিহারের দিনহাটা। আধুনিকীকরণের তালিকায় রয়েছে কলকাতার একমাত্র স্টেশন শিয়ালদহ।

Advertisement

পশ্চিমবঙ্গের কোন জেলার কোন কোন স্টেশনের পুনর্বিকাশ হবে?

আলিপুরদুয়ার (৩)

Advertising
Advertising

দলগাঁও, ফালাকাটা, নিউ আলিপুরদুয়ার

বর্ধমান (৫)

অণ্ডাল জংশন, বর্ধমান, আসানসোল, কাটোয়া, পাণ্ডবেশ্বর

বীরভূম (২)

বোলপুর (শান্তিনিকেতন), রামপুরহাট জংশন

কোচবিহার (১)

দিনহাটা

উত্তর দিনাজপুর (৩)

আলুয়াবাড়ি, ডালখোলা, কালিয়াগঞ্জ

হুগলি (৩)

অম্বিকা কালনা, শেওড়াফুলি জংশন,তারকেশ্বর

জলপাইগুড়ি (৮)

বিন্নাগুড়ি, ধুপগুড়ি, হলদিবাড়ি, জলপাইগুড়ি, হাসিমারা, জলপাইগুড়ি রোড, কামাক্ষাগুড়ি, নিউ মাল জংশন

কলকাতা (১)

শিয়ালদহ

মালদা (২)

মালদহ টাউন, সামসি

মুর্শিদাবাদ (৩)

আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, নিউ ফরাক্কা জংশন

নদিয়া (৪)

কৃষ্ণনগর সিটি জংশন, বেথুয়াডহরি, নবদ্বীপ ধান, শান্তিপুর

উত্তর ২৪ পরগনা (২)

ব্যারাকপুর জংশন, চাঁদপাড়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement