ভারতীয় রেলের পরিকাঠামোগত উন্নয়নে জোর কেন্দ্রের। ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় দেশের ৫০৮টি স্টেশনের আধুনিকীকরণের সিদ্ধান্ত আগেই নিয়েছিল মোদী সরকার। রবিবার ভার্চুয়াল অনুষ্ঠানে সেই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে দেশের ২৭টি রাজ্য-সহ কেন্দ্রশাসিত অঞ্চলের একাধিক স্টেশনের উন্নয়ন হবে। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সর্বাধিক ৫৫টি করে স্টেশনের আধুনিকীকরণ হবে। যা করতে খরচ হবে আনুমানিক ১০ হাজার কোটি টাকা। উন্নয়ন হবে বাংলা, বিহার, মধ্যপ্রদেশ, কেরল, কর্নাটক, তামিলনাড়ু-সহ আরও একাধিক রাজ্যের রেল স্টেশনেরও। সব মিলিয়ে এই প্রকল্পে রেলের খরচ হবে আনুমানিক ২৫,০০০ কোটি টাকা।
কোন রাজ্যের কতগুলো স্টেশন হবে ‘অমৃত ভারত স্টেশন’?
উত্তরপ্রদেশ: ৫৫
রাজস্থান: ৫৫
বিহার: ৪৯
মহারাষ্ট্র: ৪৪
পশ্চিমবঙ্গ: ৩৭
মধ্যপ্রদেশ: ৩৪
অসম: ৩২
ওড়িশা: ২৫
পঞ্জাব: ২২
গুজরাত: ২১
তেলঙ্গানা: ২১
ঝাড়খণ্ড: ২০
অন্ধ্রপ্রদেশ: ১৮
তামিলনাড়ু: ১৮
হরিয়ানা: ১৫
কর্নাটক: ১৩