প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
বিজেপির সন্দেশখালি কর্মসূচিতে ‘খলিস্তানি’ মন্তব্যের জের অব্যাহত। টানা ১৩ দিন ধরে মুরলীধর সেন লেনের বিজেপির সদর দফতরের সামনে অবস্থানে বসে আছেন কলকাতার শিখেদের একাংশ, তাঁদের দাবি, পাগড়ি-পরিহিত আইপিএস আধিকারিকের উদ্দেশে করা ‘খলিস্তানি’ মন্তব্যের জন্য গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারীকে। বুধবার, মোদীর বারাসতের জনসভার দিন সুর চড়ালেন বিক্ষোভরত শিখেরা। মোদী কেন তাঁদের অভিযোগ নিয়ে নিশ্চুপ, সেই প্রশ্ন তুলছেন তাঁরা। এ দিন শুভেন্দু অধিকারীর কুশপুতুল নিয়ে মুরলীধর সেন লেন থেকে কলুটোলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। কিছু ক্ষণের জন্য চিত্তরঞ্জন অ্যাভিনিউ অবরোধও করা হয়। এ দিনের মিছিলের সামনের সারিতে ছিলেন শিখ মহিলারা।