প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা ও গ্রাফিক: সুব্রত
সম্প্রতি নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন বিজেপি নেতাদের ভাষ্যে বার বার ফিরে এসেছে ‘রামরাজ্যে’র প্রসঙ্গ। সংসদে অমিত শাহের বয়ানেও স্থান পেয়েছে রামের শাসনের কথা। মোদীর কল্পনায় ‘রামরাজ্যে’র ছবিটা ঠিক কী রকম? মোদীর বহু আগে, আরও এক ভারতীয়ের রাষ্ট্রচিন্তায় জায়গা করে নিয়েছিলেন পুরাণের রাম। তিনি গান্ধী। গান্ধীর আদর্শের রামের শাসনের সঙ্গে মোদীর চিন্তার তফাত আছে? রামায়ণই বা কী বলছে রামরাজ্যের ব্যাপারে। কী ধরনের রাষ্ট্র এবং শাসনের বীজ লুকিয়ে আছে এই সব কল্পনায়?