ফের শিরোনামে ‘খলিস্তান’। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি কর্মীদের একটি দল সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন। রাস্তাতেই পুলিশ আধিকারিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। তখনই শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল রাজ্য পুলিশের আইবির স্পেশাল সুপারিন্টেডেন্ট, আইপিএস আধিকারিক যশপ্রীত সিংহকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন বলে অভিযোগ। তার পর থেকেই দফায় দফায় রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন এ রাজ্যের শিখ সম্প্রদায়ের নাগরিকেরা। কিন্তু ‘খলিস্তান’ মানে কী? কারা খলিস্তানপন্থী? ‘খলিস্তানি’ সম্বোধনে কেন রেগে গেলেন ওই পাগড়িধারী আইপিএস আধিকারিক? এখন খলিস্তানি আন্দোলনের দশা কী?