‘অভয়’, সংস্কৃতে যার অর্থ নির্ভীক। আর মুদ্রা বলতে বোঝায় যেখানে ডান হাত থাকবে ডান দিকের কাঁধ বরাবর। হাতের আঙুল দিক নির্দেশ করবে আকাশের দিকে। আর তালু থাকবে উন্মুক্ত অর্থাৎ খোলা। সাধারণভাবে এই মুদ্রা দেখলে মনে হয়, থামতে বলা হচ্ছে। ইংরেজিতে যাকে আমরা বলে থাকি ‘স্টপ’। সম্প্রতি সংসদে অভয় মুদ্রার সঙ্গে জাতীয় কংগ্রেসের প্রতীক অর্থাৎ হাতের তুলনা করে ভাইরাল হয়েছেন প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁকে বলতে শোনা গিয়েছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং ইসলামে অভয় মুদ্রার উল্লেখ রয়েছে। সত্যিই কি তাই? কী বলছে ভারতীয় সংস্কৃতি? ইসলামের সঙ্গে কি আদৌ কোনও সম্পর্ক রয়েছে অভয় মুদ্রার?