৬২৬ বছরের মাহেশের রথযাত্রা রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার নির্দেশ দেন। সেই মতো কাজ শুরু হয় ২০১৯ সাল থেকে। জগন্নাথ মন্দির সংস্কার, মাহেশ তোরণ তৈরির কাজ অনেকটাই সম্পন্ন হলেও আরও বেশ কিছু কাজ এখনও বাকি। প্রস্তাবিত অতিথিশালার কাজ, স্নানপিড়ির মাঠের কাজ, দোলমঞ্চ সংস্কারের কাজ এখনও চলছে।