কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এসএসসি দফতর আচার্য সদন
এসএসসি দুর্নীতির জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের মুখোমুখি হতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে যেতে না যেতেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। তাঁর জায়গায় দায়িত্ব নেন আইএএস পদাধিকারী শুভ্র চক্রবর্তী। কিন্তু নতুন চেয়ারম্যান দায়িত্ব নিতেই প্রশ্ন ওঠে এসএসসি ভবনে থাকা এসএসসি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিয়ে। এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে এসএসসি দুর্নীতির মামলাকারীরা বুধবার রাতেই নথির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে মামলা করেন আদালতে। রাতে সেই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। মাঝরাতে বিচারপতি নির্দেশ দেন রাত সাড়ে বারোটার মধ্যে এসএসসির দফতর আচার্য সদন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। তারাই দুপুর ১টা পর্যন্ত এসএসসি অফিস ঘেরাও করে থাকবে। কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। পরে চলবে সিসিটিভি নজরদারি।