CV Ananda Bose

সোমবার সকালে কোচবিহার থেকে ফিরেই বাসন্তীর গাগরামারি গ্রামে পৌঁছলেন রাজ্যপাল

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শনিবার রাতে খুন হয়েছিলেন যুব তৃণমূল কর্মী জহিরুল মোল্লা। সোমবার কোচবিহার থেকে ফিরেই বাসন্তীর সেই এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৭:৫২
Share:
Advertisement

সোমবার সকালে পদাতিক এক্সপ্রেসে চড়ে কোচবিহার থেকে শিয়ালদহ স্টেশনে নামেন রাজ্যপাল। সেখান থেকে সড়কপথে সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি পৌঁছন বাসন্তীর গাগরামারি গ্রামে। তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গত কয়েক দিন ধরে গাগরামারি গ্রামে এলাকার তৃণমূল এবং নির্দল প্রার্থীর দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছে। তার জেরে এলাকায় বোমাবাজি হচ্ছে বলেও অভিযোগ। রাজ্যপালকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দাদের কয়েক জন এ নিয়ে অভিযোগ জানান তাঁকে। এ নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন রাজ্যপাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement