প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন মোহরকুঞ্জে বর্ণাঢ্য ‘কার্নিভ্যাল’। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন আয়োজিত বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। বাল্যবিবাহ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এ দিনের ‘কার্নিভ্যাল’-এর থিম রাখা হয়েছিল ‘বিয়ের এত তাড়া কেন’। শিশু সুরক্ষায় অবদানের জন্য ২৭ জন শিশুকে পুরস্কৃত করা হয়। শিশু অধিকার এবং সুরক্ষা সংক্রান্ত খবর করার জন্য ‘শিশুশ্রী’ পুরস্কার দেওয়া হয় সাংবাদিকদের। পুরস্কৃত করা হয় ‘শিশু বান্ধব’ পুলিশ আধিকারিকদেরও।