“আরজি করের ঘটনা আমাদের পক্ষেই যাবে,” গত ১৩ নভেম্বর উপনির্বাচনের দিন আনন্দবাজার অনলাইনকে এই কথাই বলেন ব্যারাকপুরের সাংসদ তথা নৈহাটির বিদায়ী বিধায়ক পার্থ ভৌমিক। ২৩ তারিখ ফল ঘোষণার দিন মিলে গেল সেই ভবিষ্যদ্বাণী। একুশের বিধানসভায় যে ব্যবধানে জিতেছিল তৃণমূল, তা আরও বাড়ল। শুধু তাই নয়, বিজেপির কাছ থেকে মাদারিহাট আসনও ছিনিয়ে নিল তৃণমূল। মনোজ টিগ্গার বিধানসভায় হারল বিজেপি। সিতাইয়ে জিতল তৃণমূল। হাড়োয়ায় তুলনামূলক ভাল ফল আইএসএফ-এর। তবে এই আসনে রেকর্ড ভোটে জিততে চলেছেন প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রে বিজেপি তৃতীয়। মেদিনীপুরে ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। তালড্যাংরায় নিকটতম বিজেপি প্রার্থীর থেকে ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে শাসক দল। উপনির্বাচনের কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ স্থানে বাম। কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন।