দেশে বর্ষা এল, তা-ও আবার সময়ের আগেই। ৮ জুলাই বর্ষা আগমনের পূর্বাভাস থাকলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহেই গোটা দেশে বর্ষণ অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে সমুদ্র — বর্ষায় বানভাসি একাধিক রাজ্য। ৭ রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। গোয়া, কর্নাটক, উত্তরাখণ্ডে বন্যার আশঙ্কা করছে আইএমডি।