প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
সোম থেকে শুক্র— দফায় দফায় বৃষ্টির পর পরিস্থিতির পরিবর্তন। দক্ষিণবঙ্গ থেকে ক্রমশ সরছে নিম্নচাপ। যার ফলে আগামী দিনে কমবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রাও। অন্যদিকে উত্তরবঙ্গে আরও কিছুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন। পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে।