সামনেই পুজো। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্যান্ডেলের কাজ। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন কাজের তাড়নায়। পুজোর কাজ মানেই রোজগার। কিন্তু রোজগার করতে গিয়ে যাতে মশার ‘কোপে’ পড়তে না হয় তা নিশ্চিত করছেন শিল্পীরা। ডেঙ্গি থেকে বাঁচতে শিল্পীরা মশারির ভিতরে বসেই কাজ করছেন। বেহালা রায় বাহাদুর রোডে মিত্র সংঘ ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলে দেখা গেল সেই ছবি।