প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
২৪ ডিসেম্বর, রবিবার— গোটা রাজ্যে অনুষ্ঠিত হল প্রাথমিকের টেট। ২০২২ সালের পদ্ধতি মেনেই বায়োমেট্রিক ব্যবহার করে পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা। স্বচ্ছতা বজায় রাখতে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পরীক্ষা পদ্ধতি নিয়ে ‘খুশি’ পরীক্ষার্থীরা। তবে রয়েছে সংশয়ও! ২০২২ সালের পরীক্ষার্থীরাই এখনও হাতে নিয়োগপত্র পাননি। এ বার ২০২৩ সালেও পরীক্ষা দিচ্ছেন লক্ষাধিক পরীক্ষার্থীরা। পরীক্ষার ফলপ্রকাশে বিলম্ব, নানা রকম জটিলতা এবং নিয়োগপত্র হাতে না পাওয়া, পেলেও তার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়— এই বিষয়গুলো নিয়েই সংশয়ে টেট পরীক্ষার্থীরা।