প্রতিবেদন: সুদীপ্তা
রেশন বণ্টন দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা শুরু। ডাকা হয়েছে মমতা মন্ত্রিসভার দশ বছরের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান এবং প্রাক্তন আপ্তসহায়ক অমিত দে ও অভিজিৎ দাসকে। সোমবারও তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, মঙ্গলবার দুই আপ্তসহায়কের মুখোমুখি বসিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হতে পারে। তবে এখনই বাকিবুরের মুখোমুখি বসিয়ে মন্ত্রীকে জেরার কোনও সম্ভাবনা নেই। তবে আগামীদিনে বাকিবুর-বালু, দুর্নীতিতে অভিযুক্ত নেতা এবং তাঁর অনুগামীকে একসঙ্গে জেরার ভাবনা রয়েছে তদন্তকারী অফিসারদের। আদালতের নির্দেশ অনুযায়ী দিনে কোনও এক সময় ঘণ্টাখানেকের জন্য মন্ত্রী তাঁর পরিবার এবং আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন। যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক মধুমেহ রোগে আক্রান্ত, তাই আদালতের নির্দেশেই ২৪ ঘণ্টা অন্তর তাঁর রক্ত পরীক্ষা হবে।
সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাত থেকেই সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার প্রাতরাশে কুসুম ছাড়া ডিম এবং বিস্কুটযোগে চা পানের পরই মন্ত্রীকে জেরা শুরু কেন্দ্রের তদন্তকারী সংস্থার।