প্রতিবেদন: প্রচেতা
রবীন্দ্রনাথের ঠাকুরের বাংলা “সন্ত্রাস, হিংসা, দুর্নীতিতে ভরে গিয়েছে।“ সে কারণে এখন তাঁর ‘চিত্ত ভয়যুক্ত”, “মাথা হেঁট” হয়ে রয়েছে। মঙ্গলবার রাজভবনে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে এ ভাবেই কটাক্ষবাণ ছুড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের এ দিনের অনুষ্ঠানে রাজ্যপালের দাবি, “এখনকার বাংলা সেই বাংলা নেই।” মঙ্গলবারের ভাষণে কারও নাম না করে তাঁর পরামর্শ, “এখনও দেরি হয়নি। তবে অনেক দেরি হওয়ার আগে মানুষ চায়, দুর্নীতি শেষ করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা। দুর্নীতি এবং হিংসাকে শেষ করতে মানুষকে এক সঙ্গে এগিয়ে আসতে হবে। দুর্ভাগ্যবশত গুরুদেবের বাংলার যে পরিস্থিতি তা ঠিক করতে হবে।”