JU Student Death

যাদবপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস, ক্যাম্পাসে তখন ‘আমরা বিচার চাই’ স্লোগান

বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর রহস্যমৃত্যু ঘিরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় হস্টেল ও ক্যাম্পাসে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ২০:১৭
Share:
Advertisement

সকাল থেকে সহপাঠীর রহস্যমৃত্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তাল সমাজমাধ্যমও। বুধবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে এ দিন সন্ধ্যায় যাদবপুরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হস্টেলে যেখানে স্বপ্নদীপের দেহ পড়ে ছিল, সেখানে রাখা একটি ফাঁকা চেয়ারে মালা দিয়ে স্বপ্নদীপের প্রতি শ্রদ্ধা জানান তিনি। যান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও। প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে আভ্যন্তরীণ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। সেই কমিটির সদস্য ও অধ্যাপকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কথা বলেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গেও।

প্রসঙ্গত, ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্যপালের দিকে আঙুল উঠেছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) এই মৃত্যুর জন্য আচার্য তথা রাজ্যপাল এবং রাজ্যের সরকারকে দায়ী করেছে। বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উপাচার্যের পদটি খালি রয়েছে। এপিডিআর-এর দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনে টালমাটাল অবস্থা… কেউই কিছুর দায়িত্ব নিতে রাজি হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement