প্রতিবেদন: পার্থপ্রতিম, সম্পাদনা: সৈকত
পাহাড়ে গিয়ে স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ি পোশাক পরে, ঝুড়ি পিঠে নিয়ে শিখলেন চা পাতা তোলা। শুধু তাই নয়, পাহাড়ের চা বাগানের মজদুরদের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর শোনালেন নিজের লেখা ‘চা সুন্দরী’ কবিতা। পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের ভাষায় গান গেয়েও শোনালেন চা বাগানের মহিলা শ্রমিকেরা। এমন আতিথেয়তায় আপ্লুত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পাহাড়ে এসে চা তোলা শিখলাম। এখন যে কোনও জায়গায় গিয়েই চা তুলতে পারব। পাহাড় আমার বাড়ি হয়ে গেল।” যুক্ত করেন, “আমি শুধু মুখে বলি না, রক্তের সম্পর্ক দিয়ে করে দেখাই।”