প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
রাত পোহালেই ছট পুজো। প্রস্তুতি শুরু হয়ে গেছে শহরের ঘাটে ঘাটে। পুণ্যার্থীদের পুজো এবং স্নানের জন্য ১৮টি গঙ্গার ঘাট-সহ প্রায় দেড়শোটি জলাশয় নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা পুরসভা। শেষ মুহূর্তের প্রস্তুতি সারা তক্তাঘাট এবং দইঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তক্তাঘাটেই আসবেন ছটপুজোর শুভেচ্ছা জানাতে। মুখ্যমন্ত্রীর জন্য তৈরি হয়েছে মঞ্চ। সাউথ পোর্ট থানার পক্ষ থেকে পুণ্যার্থীদের সুরক্ষার জন্য নদীর মাঝখানে কিছুটা অংশ ছেড়ে ব্যবস্থা করা হয়েছে কুড়ি ফুট লম্বা 'ফ্লোটিং রোপে'র। তার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া কলকাতা পুরসভার পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য পোশাক বদলানোর ঘর এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তৈরি মেডিকেল ক্যাম্পও। তৎপর পুলিশ প্রশাসনও।