‘রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআই’, আরজি কর-কাণ্ডে মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা

সোমবার আরজি কর-কাণ্ডে মৃতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলে ফাস্টট্র্যাক কোর্টে বিচারের আবেদন জানাবেন বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ১৭:২৪
Share:
Advertisement

রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ না করতে পারলে, তা তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে। সোমবার দুপুরে মৃতার বাড়িতে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের পুরনো বেশ কিছু তদন্তে ‘অসাফল্যে’র নজির তুলে ধরে তাঁর বক্তব্য, “মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেব।” মমতা এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মৃতার বাবা-মা জানিয়েছেন, ঘটনার নেপথ্যে হাসপাতালের ভিতরের কেউ রয়েছেন।” মুখ্যমন্ত্রী জানান, সন্দেহভাজন প্রত্যেককে এবং মৃতার বন্ধুবান্ধবকে ডেকে কথা বলবে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement