সোমবার রাতে প্রবল বৃষ্টি হয় পাণ্ডুয়া জুড়ে। তাতেই জল জমে স্থানীয় সিমলাগড় প্রতিভা প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখে, বিদ্যালয়ের প্রবেশপথেই জল জমে গিয়েছে। স্কুলের মাঠে একহাঁটু জল দাঁড়িয়ে। স্কুলে ঢুকতে গেলে তাদের কাদা-জল পেরিয়ে ঢুকতে হবে। শিক্ষকেরা ঝুঁকি নিতে চাননি। বাধ্য হয়েই জিটি রোডের পাশে চট পেতে পড়ুয়াদের নিয়ে বসে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরাও। যদিও বেশ কিছু ক্ষণ পরে প্রশাসনের সহযোগিতায় পাম্প লাগিয়ে জল তুলে ফেলা হলে শুরু হয় পঠনপাঠন।