সম্পাদনা: সৈকত
জলসঙ্কটে বীরভূম। সমস্যা নতুন কিছু নয়। এই ‘রোগ’ বহু দিনের। ভোটের আবহে আলোচনা হয় ঠিকই, কিন্তু সমস্যার কোনও পাকাপোক্ত সমাধান এখনও পর্যন্ত হয়নি— এমনটাই অভিযোগ স্থানীয়দের। সিউড়ি হোক কিংবা রামপুরহাট, পঞ্চায়েত হোক কিংবা পুরসভা— সর্বত্রই এক ছবি। পুর এলাকার ওয়ার্ডগুলিতে যে জলের সমস্যা রয়েছে, তা স্বীকারও করে নিয়েছেন সিউড়ি পুরসভার চেয়ারপার্সন উজ্জ্বল চট্টোপাধ্যায়। যদিও তাঁর দাবি, জলসঙ্কটের পাকাপোক্ত সমাধানের জন্য ৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে রাজ্য সরকার। ভোটের জন্যই সে কাজে হাত দেওয়া যায়নি। এলাকাবাসীর বক্তব্য, ‘ভোট আসে ভোট যায়, জলের সমস্যা মেটে না’।