Debshankar Haldar

আড়াই হাজার বছরের পুরনো নাটক নিয়ে মঞ্চে দেবেশ-দেবশঙ্কর-তূর্ণা, সৌজন্যে ‘রাত দখল’

৩৫ বছর আগে প্রহরীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এ বার রাজা ক্রেয়নের চরিত্রে দেবশঙ্কর হালদার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:৪২
Share:
Advertisement

ডিসেম্বরে নতুন ভাবে মঞ্চে ফিরছে সফোক্লিস-জাঁ আনুইয়ের ‘আন্তিগোনে’। ১৪ অগস্ট মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচি থেকেই নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ের মনে জারিত হয়েছিল মঞ্চে ‘আন্তিগোনে’কে ফিরিয়ে আনার ভাবনা। তাঁর মতে, সময়ের দাবি মেনেই ফিরছে এই নাটক। ‘আন্তিগোনে’ একই সঙ্গে চিরকালীন ও সমকালীন। ‘আন্তিগোনে’র ভূমিকায় তূর্ণা দাস, রাজা ক্রেয়ন দেবশঙ্কর হালদার ও হিমন-এর চরিত্রে অভ্র মুখোপাধ্যায়। সংসৃতির প্রযোজনায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ৬ ডিসেম্বর মঞ্চস্থ হতে চলেছে দেবেশের ‘আন্তিগোনে’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement