ISKCON Bangladesh

ইসকনকে নিষিদ্ধ ঘোষণার আর্জি খারিজ বাংলাদেশের কোর্টে, জেলবন্দি চিন্ময়কৃষ্ণের দায় নিল না ইসকন

ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার নির্দেশ সরকারকে দিক আদালত। এই আর্জি নিয়ে হাই কোর্টে মামলা হয়েছিল। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় বাংলাদেশের হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:৪৬
Share:
Advertisement

ইসকনকে নিষিদ্ধ ঘোষণার করার আর্জি খারিজ বাংলাদেশের আদালতে। প্রতিবেশী দেশের সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এরই মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আদালতের দরজায় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার আদালত এই সংক্রান্ত কোনও রায় দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে। এর পর মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। এ দিকে, বাংলাদেশের ইসকন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে, চিন্ময়কৃষ্ণের কোনও মন্তব্য বা কৃতকর্মের দায় নেওয়া হবে না। সম্প্রতি চিন্ময়কৃষ্ণকে ইসকন থেকে বরখাস্তও করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement