North Bengal

বর্ষাতঙ্ক! বৃষ্টি চলা মানেই টানা জলবন্দি মাথাভাঙার গ্রামের ৫০টি পরিবার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৮:২১
Share:
Advertisement

বর্ষা শুরু হতে না হতেই এলাকায় জমে যায় জল। তাই বর্ষাকাল এলেই আতঙ্কে থাকেন কোচবিহারের মাথাভাঙার ছাট খাটেরবাড়ি এলাকার মানুষ। চরম ভোগান্তির শিকার হতে হয় গোটা পঞ্চাশেক পরিবারকে। বহু বছর ধরেই এই ভোগান্তির শিকার এলাকাবাসী। গ্রাম পঞ্চায়েতকে বার বার বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। একটু বেশি বৃষ্টি হলেই ঘরে ঢুকে যায় জল। বন্ধ হয়ে যায় রান্নাবান্না। বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে হয় সকলকে। দীর্ঘদিন জল জমে থাকার কারণে রোগব্যাধিও ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত এলাকাবাসীর দাবি, অবিলম্বে যথাযথ নিকাশি নালার ব্যবস্থা করতে হবে।

পঞ্চায়েত প্রধানের বক্তব্য, ৩৫ লক্ষ টাকা খরচ করে ইতিমধ্যেই নিকাশি নালা তৈরি করা হয়েছে, এবং আরও একটি তৈরি করা হবে। তবে এলাকাবাসীকেও নালায় ময়লা ফেলার ব্যাপারে সচেতন থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement