১১৮ বছর বয়সে চলে গেলেন ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফরাসি সন্ন্যাসিনী সিস্টার আন্দ্রে। ২০২১ সালে কোভিড রোগ থেকে সেরে ওঠা সবচেয়ে বেশি বয়সী নাগরিক হিসেবে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের স্বীকৃতি পান। পরের বছরই গিনেস বুকের স্বীকৃতি পান ইউরোপের প্রবীণতম জীবিত মানুষ হিসাবে। দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, চলাফেরার জন্য ব্যবহার করতে হত হুইলচেয়ার। তাতেও অদম্য ছিলেন সিস্টার আন্দ্রে। বয়স্ক মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি।