Lion

চিড়িয়াখানায় সঙ্গী সাথী কাউকে না পেয়ে রুবেন ভুলল গর্জন

আমেরিকা ও আজ়ারবাইজান সীমান্তের চিড়িয়াখানার মালিকের মৃত্যুর পর থেকে একা খাঁচায় বন্দী সিংহ রুবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:১৯
Share:
Advertisement

পাঁচ বছরেরও বেশি সময় ধরে একাকী সিংহ রুবেন ভুলে গেল গর্জন করতে। আমেরিকা-আজ়ারবাইজান সীমান্তের চিড়িয়াখানায় খাঁচায় বন্দী ১৫ বছর বয়সী রুবেন, বিশ্বের সবচেয়ে একা সিংহ। সিংহ সমাজবদ্ধ প্রাণী, গোষ্ঠীর মধ্যে নিত্য ভাববিনিময়ের মাধ্যমে তারা বেঁচে থাকে। সেখানে চিড়িয়াখানার মালিকের মৃত্যুর পর থেকে একা থাকতে থাকতে রুবেন বন্ধ করে দিয়েছে ডাক। হাঁটার অসুবিধা দেখা দিয়েছে তার, দেখা দিয়েছে চোখ ও স্নায়ুর সমস্যা, নড়বড়ে হয়েছে দাঁতও। প্রয়োজন চিকিৎসার। তাই তাড়াতাড়ি রুবেন পাড়ি দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তার স্থায়ী আস্তানার ব্যবস্থাও হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement