তামাককে ‘না বলুন’, বিশ্বকে সতর্ক করছে হু। তামাকজাত দ্রব্য সেবনের কারণে প্রতিবছর গোটা বিশ্বে ৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়। ভারতে এই একই কারণে মৃত্যু হয় ১০ লক্ষেরও বেশি মানুষের। তার উপর কর্কটরোগ, ফুসফুসজনিত সমস্যা, হৃদরোগ, সন্তান ধারনে জটিলতা তৈরি হওয়ার মতো বিষয়গুলো তো রয়েছেই। রোগভোগ এবং মহামারি থেকে বিশ্বকে বাঁচাতে ১৯৮৭ সালে তামাক বিরোধী প্রচারাভিযানের সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর ১৯৮৮ সালের ৩১মে থেকেই গোটা বিশ্বে পালিত হয় তামাক বিরোধী দিবস।