প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সুব্রত
সকাল থেকে কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ১১টার একটু আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক তখনই অভিষেকের দফতরের প্রাক্তন কর্মী সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক আস্তানায় হানা দিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। এ দিন ‘কালীঘাটের কাকু’র বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস-সহ একাধিক ঠিকানায় শনিবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকেরা। চলে জিজ্ঞাসাবাদ পর্বও।
সুজয়ের বাড়ি ছাড়াও এ দিন ইডি আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। অভিযান চলে অভিষেকের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা এলাকার বিবিরহাটের জেলা পরিষদ আসনের তৃণমূল সদস্য জ্ঞানানন্দ সামন্তের বাড়িতে। বিষ্ণুপুরে যায় ইডি-র আরও দু’টি দল। প্রসঙ্গত, বিষ্ণুপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ মণ্ডল ‘অভিষেক ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। পাশাপাশি বেহালা এলাকায় সন্তু গঙ্গোপাধ্যায় বলে একজনের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।