প্রতিবেদন: তীর্থঙ্কর
দশ দিন ধরে বকেয়া ডিএ মেটানোর দাবিতে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। শনিবার দুপুর একটা থেকে রবিবার দুপুর একটা পর্যন্ত প্রতীকী অনশনের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।
রবিবার তাঁদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন এপিডিআর-এর রাজ্য সম্পাদক রঞ্জিৎ শূর।
মঞ্চ থেকে সরকারি কর্মচারীরা তাঁদের আগামী কর্মসূচির ঘোষণা করলেন। শুক্রবার তাঁরা একটি গণ কনভেনশনের ডাক দিয়েছেন। সোমবার, ১৩ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। দাবি না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।