প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: শুভাশিস
ঠাকুরমার ঝুলির রূপকথার গল্প নয়। এখানে সত্যিই চরকা কাটে ‘চাঁদের বুড়ি’। ৯৮ বছর বয়সী মানদা বসাক। ৮ বছর বয়স থেকে চরকায় হাতেখড়ি। ৯ দশক ধরে তিনি সুতো বুনছেন। তাঁত শিল্পের নেপথ্যে থাকা পরিশ্রমী সৈনিকের প্রতিনিধি এই মানদা বসাক। দেশভাগ, দেশভাগের যন্ত্রণা, ভারত-পাকিস্তান ভাগাভাগি— আজও স্মৃতি আগলে একশোর আঙিনায় ফুলিয়ার ‘চরকাবুড়ি’।