Sudipta Chakraborty

মালিকানার অধিকার ও শিল্পী তালিকা থেকে বাদ পড়ল নাম, একাধিক অভিযোগের চিঠি জমা ‘ডাকঘর’-এ

“তোমার জন্য হিমালয় যাবার সব ব্যবস্থা করে দিচ্ছি”, ‘ডাকঘর’ বিতর্কে নীরব স্বামীর প্রতি অনুরাগ সুদীপ্তা চক্রবর্তীর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৬:৪৮
Share:
Advertisement

নতুন ওয়েব সিরিজ় ‘ডাকঘর’কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে প্রথম প্রকাশ্যে মুখ খোলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর অভিযোগ, প্রায় তিন বছর ধরে কাজের পরেও তাঁর স্বামী অভিষেক সাহার থেকে সেই কাজ কেড়ে নেওয়া হয়। অভিষেক যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সুদীপ্তা। তাঁর আরও অভিযোগ, অভিনেতা স্নেহাশিস চক্রবর্তী ‘ডাকঘর’-এ কাজ করলেও, নাম নেই শিল্পী তালিকায়। সুদীপ্তার পরেই বিতর্কে জড়ায় সিনেমাটোগ্রাফার মৃন্ময় নন্দীর নামও। তার সূত্রপাত অরিত্র দত্ত বণিকের একটি ভিডিয়ো। সমাজমাধ্যমে সেই ভিডিয়োতে অরিত্র জানান, ‘ডাকঘর’-এ মৃন্ময়ের নাম কোথাও উল্লেখ করা হয়নি। তাঁর তোলা বহু দৃশ্য ব্যবহার করা হয়েছে। অথচ, পারিশ্রমিক পাননি মৃন্ময়, তিনি তা নিজেই জানান। প্রতিক্রিয়ার জন্য আনন্দবাজার অনলাইনের তরফ থেকে ‘ডাকঘর’-এর পরিচালক অভ্রজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বেজে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement