প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: ঋতুরাজ
ডিসেম্বরেও ২০ ডিগ্রির উপর তাপমাত্রা। শীতে শীত নেই। কোথাও আবার অত্যধিক গরম। গত বছর যেমন শীতে ছিল বৃষ্টির ‘ক্যামিও’। আর এবার একেবারেই শুষ্ক। যাওয়ার বেলায়ও থেকে থেকেই ব্রেক কষছে শীতলতম ঋতু। শীতের এই খামখেয়ালিপনার কারণ কী? আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সৌরীষ বন্দ্যোপাধ্যায়ের মতে, এমন অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য দায়ী আসলে বিশ্ব উষ্ণায়ন। তাঁর কথায়, বাংলায় এবার তেমনভাবে শীতের আমেজ না পাওয়ার কারণ উত্তর-পশ্চিমের হাওয়ার ঘাটতি। সৌরীষ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, চলতি মরশুমে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এবং একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশের কারণেই এমন চরিত্র বদল ঘটেছে শীতের।