চে গেভারার কন্যা আলেইদা গেভারা হুগলির উত্তরপাড়ায়। তাঁকে সংবর্ধনা দিয়েছে একটি সংগঠন। আলেইদা জানান, চে-র ছবি শুধু জামার উপর ছাপিয়ে দিলে হবে না। তাঁর আদর্শকে মেনে চলতে হবে।বালি খাল থেকে শোভাযাত্রা করে উত্তরপাড়া গণভবনে নিয়ে যাওয়া হয় চে-কন্যাকে। সেখানে উপস্থিত ছিলেন শমিক লাহিড়ী, অঞ্জন বেরা, দেবব্রত ঘোষ-সহ বাম নেতৃত্ব। আলেইদা থাকেন কিউবায়। পেশায় তিনি চিকিৎসক। তাঁর মেয়ে এস্তেফানিয়া মাচিন গেভারা অর্থনীতির অধ্যাপক। তিনিও মায়ের সফসঙ্গী।গণভবনে দোভাষীর মাধ্যমে আলেইদা বিশ্ব শান্তি ও ঐক্যের বার্তা দেন চে-র কন্যা। তিনি বলেন, ‘‘উত্তরপাড়া শহরকে ভালবাসা ও আলিঙ্গন জানাই। চে-র আদর্শ ভাল, এটা শুধু কল্পনায় রাখলে চলবে না। পৃথিবীটাকে আরও ভাল করতে হবে। ঐক্যের অভাবটা আমাদের ঘাটতি। রাষ্ট্রের একটা শক্তি আছে কিন্তু জনগণের শক্তি তার থেকেও বেশি।’’