প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিনে ধনধান্য স্টেডিয়ামে কবিপ্রণামের সরকারি অনুষ্ঠান। সেই মঞ্চে দাঁড়িয়েই নাম না করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মনীষীদের প্রতি বিজেপি নেতা-মন্ত্রীদের ‘উদাসীনতা’, ‘তাচ্ছিল্য’, ‘অশ্রদ্ধা’ এবং ‘অজ্ঞানতা’র উদাহরণ তুলে ধরেন তিনি। এ দিন নিজের স্বল্প বক্তব্যে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। রবীন্দ্রনাথের জন্মস্থান হিসাবে শান্তিনিকেতনের উল্লেখ করা, টেলিপ্রম্পটার দেখে ভুল বলার মতো বিষয়ও এ দিন নিজের বক্তব্যে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ওয়াকিবহল মহলের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ছিল বিজেপির উদ্দেশেই।