Mamata Banerjee

রবিপ্রণামে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে ‘বিজেপিকে খোঁচা’, মমতার নিশানায় মোদীও!

রবীন্দ্রজয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা। নাম না করে বিঁধলেন বিজেপিকে।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ২০:০২
Share:
Advertisement

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিনে ধনধান্য স্টেডিয়ামে কবিপ্রণামের সরকারি অনুষ্ঠান। সেই মঞ্চে দাঁড়িয়েই নাম না করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মনীষীদের প্রতি বিজেপি নেতা-মন্ত্রীদের ‘উদাসীনতা’, ‘তাচ্ছিল্য’, ‘অশ্রদ্ধা’ এবং ‘অজ্ঞানতা’র উদাহরণ তুলে ধরেন তিনি। এ দিন নিজের স্বল্প বক্তব্যে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। রবীন্দ্রনাথের জন্মস্থান হিসাবে শান্তিনিকেতনের উল্লেখ করা, টেলিপ্রম্পটার দেখে ভুল বলার মতো বিষয়ও এ দিন নিজের বক্তব্যে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ওয়াকিবহল মহলের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ছিল বিজেপির উদ্দেশেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement