শুক্রবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে রামপুরহাটের মাড়গ্রামে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ। নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। বিক্ষোভকারীদের বক্তব্য, মেলেরডাঙা থেকে মাড়গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রক্ষা করা হয়নি। যার জেরে মাড়গ্রাম হয়ে রামপুরহাট যেতে অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় গ্রামবাসীদের। এ ছাড়াও আবাস যোজনায় বাড়ি, বার্ধক্যভাতা না-পাওয়া, দুয়ারে সরকারে নাম না-থাকা নিয়েও অনেকে ক্ষোভ উগরে দেন। শতাব্দী আশ্বাস দেন সকলেই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। গ্রামের একটি বাড়িতে সাংসদের দুপুরের খাওয়ার আয়োজন ছিল। কিন্তু শুধু ছবি তুলেই তিনি পংক্তিভোজের আসর থেকে উঠে যান বলে অভিযোগ। যদিও শতাব্দী এই অভিযোগ অস্বীকার করেছেন।