প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
বালেশ্বর থেকে ২৫ কিলোমিটার দূরের বাহানগা গ্রাম। সন্ধের পর গ্রামের লোকজন অন্যদিনের মতই ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। কেই বা জানত এত বড় একটা দুর্ঘটনার সাক্ষী হতে চলেছে ওড়িশার এই অখ্যাত জনপদ।
সাতটা নাগাদ বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের লোকজন। মুহূর্তের মধ্যে ভেসে আসতে থাকে আর্তনাদের আওয়াজ। ঘর থেকে বেরিয়ে ঠাহর করতে পারেন রেল দুর্ঘটনার ভয়াবহতা। বিলম্ব না করে উদ্ধারকাজে বেরিয়ে পড়েন সুশ্রী, সুস্মিতারা। সুশ্রীর ছেলে তার কয়েকজন বন্ধুকে সঙ্গী করে উঠে পড়েন দুর্ঘটনা কবলিত রেলের ইঞ্জিনের ওপর। উদ্ধার করেন চালককে।