পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের দু’নম্বর চক্রের তুন্তুরী সুইসা অঞ্চলের ঝাড়খন্ড লাগোয়া প্রত্যন্ত গ্রাম শালডাবরা। সেখানকার জুনিয়র হাইস্কুল গিয়ে দেখা গেল বিদ্যালয় শিক্ষকদের কেউ নেই, ছাত্রছাত্রীরা কেউ খেলাধুলোয় ব্যস্ত, কেউ বা বসে রয়েছেন মিড ডে মিলের অপেক্ষায়। তবে নেই কোনও শিক্ষক। এই স্কুলের উপর নির্ভর করে শালডাবরা, বাঁশটাড়, বাঁধডি, গাগী, রাঙামাটি, মুকরূপ, ডাংডুং, পেড়েতোরাং সহ বেশ কয়েকটি গ্রামের ছেলে মেয়েরা। বিদ্যালয়ের দু’জন শিক্ষক ফোনে জানান যে তাঁরা বাইরে রয়েছেন। তবে এই সমস্যা শুধু আজকের নয়, দীর্ঘ দিন ধরে এই প্রথাই চলে আসছে বলে দাবি খুদে ছাত্রছাত্রীদের।