NEP

চার বছরে স্নাতক, নতুন শিক্ষানীতির ময়নাতদন্তে ছাত্র সংগঠনগুলির ভিন্ন ভিন্ন স্বর

জাতীয় শিক্ষানীতির চার বছরের স্নাতকক্রমের প্রেক্ষাপটে এ রাজ্যের শিক্ষানীতি নিয়ে তর্কে আনন্দবাজার অনলাইনে চার ছাত্র সংগঠন।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: সুব্রত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৯:৩৭
Share:
Advertisement

জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। পশ্চিমবঙ্গ প্রথমে বিরোধিতা করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত ‘কারিকুলাম ফর ক্রেডিট ফ্রেমওয়ার্ক’কে এই রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে চালু করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন ছাত্র সংগঠনগুলির কেউ কেউ চার বছরের স্নাতক পাঠক্রমকে স্বাগত জানালেও, কেউ কেউ এর তীব্র বিরোধিতা করেছেন। বিরোধীদের দাবি, তিন বছরের স্নাতকের ক্ষেত্রেই পড়ুয়ারা পড়াশোনা বিমুখ হয়ে পড়ছেন। চার বছরে পড়ুয়াদের লেখাপড়া সম্পর্কে ভীতি আরও বাড়বে। কারোর আবার দাবি, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি সার্টিফিকেট বিক্রির কেন্দ্রে পরিণত হবে। সস্তার শ্রমিক তৈরি করার ‘ষড়যন্ত্রে’র অভিযোগও তোলেন অনেকে। যদিও কেউ কেউ আবার দাবি করছেন মাতৃভাষায় শিক্ষার আগ্রহ বাড়াবে জাতীয় শিক্ষানীতি। আলোচনা-সমালোচনার মধ্যেই এই রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে সরব ছাত্র সংগঠনগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement