প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস
২০১৪ সালে উচ্চ প্রাথমিকের শিক্ষকপদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেই অনুযায়ী ২০১৫ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে গেজেট প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় পাশ করা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক পাননি। দ্রুত নিয়োগের দাবিতে ২৫৯ দিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইন্টারভিউতে ডাক না পাওয়া ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। শনিবার দুপুরে মাতঙ্গিনী হাজরার মূর্তি থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেন তাঁরা। রাজপথে হামাগুড়ি দিয়ে, দন্ডি কেটে প্রতিবাদ জানান তাঁরা। এসএসসি দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হার ছবিতে কালি মাখিয়ে চলে ক্ষোভ প্রদর্শন।