বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সম্ভলে কাজের মাঝে আচমকাই ভেঙে পড়ে হিমঘরের ছাদ। ভেতরে ছিলেন কর্মচারীরা। শুক্রবার পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা পেরলো ১৪। এর আগেই ধ্বংসস্তূপ থেকে প্রায় ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসার বন্দোবস্তের নির্দেশ দেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ ধারায় হিমঘরের মালিক অঙ্কুর আগরওয়াল ও রোহিত আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।