কালীপুজোয় খানিকটা ঠেকানো গিয়েছিল। কিন্তু সব নিষেধাজ্ঞা উড়িয়ে শব্দবাজির আর ডিজের দাপটে কাঁপল বর্ষবরণের রাতের কলকাতা। সঙ্গে পাল্লা দিয়ে খারাপ হল বাতাসের মানও। রাত ১২টার পর বেশির ভাগ অঞ্চলেই বায়ুসূচকের মান ছিল ‘খারাপ’ থেকে ‘খুব খারাপ’। নববর্ষে শব্দদূষণ রুখতে পুলিশের ডিরেক্টর জেনারেলকে চিঠি দিয়েছিলেন শহরের পরিবেশবিদেরা। কিন্তু তাতে কোনও কাজ হয়নি বলেই মনে হয়।