ঝুলন গোস্বামী হওয়ার স্বপ্ন দেখছেন মালদহের চাঁচলের কিশোরী রাসমণি দাস। অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেটে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন রাসমণি। বিসিসিআইয়ের চিঠি হাতে পেয়েছেন এই ক্রিকেটার। আগামী ১৭ এপ্রিল থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে শুরু হচ্ছে ক্রিকেট প্রশিক্ষণ শিবির। তাতে অংশগ্রহণ করতে বলা হয়েছে রাসমণিকে। আর্থিক অবস্থা স্বচ্ছল নয় রাসমণির। অভাব-অনটন সঙ্গী তাঁর। বাবা রবীন্দ্রনাথ দাস পেশায় লটারি বিক্রেতা। চাঁচলের বাসস্ট্যান্ডে গুমটি রয়েছে তাঁর। বছর চারেক আগে চাঁচল ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষক রাজেশ দাসের হাত ধরে উঠে এসেছেন রাসমণি। তাঁর চোখে স্বপ্ন ঝুলন গোস্বামী হয়ে ওঠার।