Bethune Collegiate School

প্রধান শিক্ষিকা-সহ একাধিক শূন্যপদ নিয়েই ১৭৫ বছর উদযাপনে বেথুন কলেজিয়েট স্কুল

বেথুন কলেজিয়েট স্কুলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ২০:৪১
Share:
Advertisement

১৭৫ বছরে পদার্পণ করতে চলেছে দেশের প্রথম সরকারি মেয়েদের স্কুল। ২১ জন ছাত্রীকে নিয়ে শুরু হওয়া স্কুলের প্রাক্তনী তালিকায় বহু গণ্যমান্য নাম। নারীশিক্ষার প্রসারে ইতিহাসের সাক্ষী সেই বেথুন কলেজিয়েট স্কুলে বর্তমানে প্রধান শিক্ষিকা পদ খালি। খালি পড়ে রয়েছে সহকারী প্রধান শিক্ষিকার পদও। সকালের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পদটিও শূন্য। এছাড়াও আরও প্রায় ১৯-২০টি শিক্ষিকা পদ শূন্য পড়ে আছে। ১৭৫ বছরে পদার্পণ করতে চলা স্কুলের বর্তমানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য বলেন, “সারা বছর ব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে ২ মে একটি পদযাত্রার মাধ্যমে। ৭ মে প্রতিষ্ঠা দিবস পালন হবে বিদ্যালয় প্রাঙ্গণে। ১০ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত থাকবেন। স্কুলের সার্বিক উন্নয়নের পাশাপাশি শূন্যপদ পূরণের আবেদনও জানাব আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement