ভিডিয়ো সৌজন্য: পিটিআই
ইউক্রেন-রাশিয়ার সংঘাতের এক বছর। ২০২২ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তার পর থেকে এক বছর ধরে চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ। ধ্বংস হয়েছে ইউক্রেনের একের পর আবাসন, হাসপাতাল, দোকানপাট। বর্ষপূর্তিতে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হল রাষ্ট্রপুঞ্জে। ভারত এবং চিন-সহ ৩২টি সদস্য ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘‘ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। আমাদের মনে হয় এই প্রস্তাবে দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষিত করার যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর সেই কারণেই আমরা ভোটদান থেকে নিজেদের বিরত রাখছি।’’