‘নতুন বছরের শপথ, রাশিয়ার বিরুদ্ধে বিজয়’, বর্ষবরণের ভাষণে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন জ়েলেনস্কি। প্রেসিডেন্টের এই বক্তব্যের পরই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ হানে ইউক্রেন। রাশিয়ার সেনা আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের তৈরি ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০০ রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জ়েলেনস্কির দেশ। যদিও রাশিয়ার দাবি, ইউক্রেনের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ৬৩ সেনার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন সেদেশের সেনা প্রধান।